Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

জনকল্যানেই ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে

 

24.03.2017_Matiranga LGSP News

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

জনগণের সার্বিক কল্যাণেই ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করাতে হবে এমন মন্তব্য করে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম কাউছার হোসেন বলেছেন, সকল কাজে স্বচ্ছতা আনতে হবে। নিয়মের মধ্যে থেকে সকল কাজ করতে হবে। স্বেচ্ছাচারিতাকে কোন ভাবেই প্রশ্রয় দেয়া যাবেনা। প্রকল্প গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের প্রয়োজনীয়তা ও মতামতকে প্রাধান্য দিতে হবে। তবেই জনগণ ও জনপ্রতিনিধির মধ্যে সেতুবন্ধন রচিত হবে।

শুক্রবার বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, উদ্যোক্তা ও সচিবদের আর্থিক ব্যবস্থাপনা ও ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের খাগড়াছড়ি জেলা ফ্যাসিলেটিটর নয়ন জ্যোতি চাকমা ও কিশোরগঞ্জ জেলা ফ্যাসিলেটিটর মো. আবদুর রাজ্জাক রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আকবর, গুইমারা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. শাহ আলম তাদের অভিজ্ঞতা ও কর্মশালায় অর্জন বর্ণনা করে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান দুই দিনব্যাপী কর্মশালার সফল বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই প্রকল্প গ্রহণকে গুরুত্ব দিতে হবে। তবে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের সদ্বব্যাবহার নিশ্চিত হবে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম কাউছার হোসেন দুইদিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন