Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

জঙ্গী, সন্ত্রাস, মাদক, চোরাচালান ও মানবপাচার রোধে গণসচেতনতার বিকল্প নেই: লে. কর্ণেল তানভীর

ramu pic BGB CHAKDALA 06.09

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধিন নাইক্ষ্যংছড়ি উপজেলায় মায়ানমারের সীমান্তবর্তী চাকঢালা এলাকায় মাদক, অস্ত্র চোরাচালান, সন্ত্রাস- জঙ্গীবাদ এবং সীমান্তে অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় চাকঢালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বিজিবি’র কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মো. তানভীর আলম খান বলেন, সাম্প্রতিককালে বিপথগামী ও ভ্রান্ত জঙ্গী মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি ও সংগঠন বিরাজমান সাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ আবহ বিনষ্ট করার লক্ষ্যে নিরীহ মানুষকে হত্যাসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করার জন্য গণসচেতনতাই একমাত্র পথ। এছাড়া কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় হত্যা বন্ধে অবৈধভাবে বিচরণ, মায়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ রোধ, মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধেও ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য পাড়ায় পাড়ায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কমিটি, অবৈধ মানবপাচারে জড়িত দালালদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মনজুর সিদ্দিকী। এতে আরো বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ তৌহিদ কবির, রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ আহমদ, চাকঢালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন, পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সাংবাদিক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, হেডম্যান অক্য অং চাক প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি শামীম ইকবাল, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন সহ আশার তলী ও চাকঢালা বিওপি এলাকার গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ইউপি সদস্য-সদস্যা, মসজিদের ইমাম, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন