ছাত্রীকে উত্যক্তের অভিযোগে বখাটে যুবকের এক বছর কারাদণ্ড

কারাদণ্ড

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্যক্ত করার দায়ে এক বখাটে যুবককে একবছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুনানী শেষে একবছর কারাদণ্ডের আদেশ দেওয়ার পর ওই বখাটে যুবককে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। কারাদণ্ডাদেশ প্রাপ্ত বখাটে যুবকের নাম মো. কফিল উদ্দিন (২২)। সে চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাটাখালী গ্রামের শামশুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডস্থ চকরিয়া গ্রামার স্কুলের দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল এক বখাটে যুবক। এই অভিযোগ এনে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে বুধবার সকাল দশটার দিকে অভিযান চালিয়ে গ্রামার স্কুল এলাকা থেকে উত্যক্তকারী ওই বখাটে যুবককে আটক করে পুলিশ।

চকরিয়া থানার এসআই মো. মহিউদ্দিন খান উজ্জ্বল জানান, উত্যক্তের শিকার ছাত্রী ও অভিযোগকারীর উপস্থিতিতে অভিযোগের শুনানী হয়। এ সময় দোষ স্বীকার করায় আদালতের ম্যাজিস্ট্রেট উত্যক্তকারী বখাটে যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন