ছাত্রনেতা কুনেন্টু চাকমার নিঃশর্ত মুক্তির দাবীতে ঢাকায় পিসিপির বিক্ষোভ

প্রেসবিজ্ঞপ্তি

‘পার্বত্য চট্টগ্রামে অন্যায় গ্রেফতার, ছাত্র সমাজ গর্জে উঠুন!’ এই আহ্বানে এবং ‘রাঙ্গামাটিতে পিসিপি’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুনেন্টু চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে’ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলা ভবন হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে এসে অপরাজেয় বাংলার পাঠদেশে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

ছাত্রনেতা রিপন চাকমার সঞ্চালনায় পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি ঢাকা মহানগরের সভাপতি রিয়েল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের সংগঠক বরুণ চাকমা ।  এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম এম পারভেজ লেলিন।

বক্তারা বলেন, দেশে আজ কোথাও গণতন্ত্র নেই।  দেশে গণতন্ত্রের সামান্য নমুনা থাকলে ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে অগণতান্ত্রিকভাবে গ্রেফতার হতে হতো না।  ৩০ ডিসেম্বর কারচুপি নির্বাচনের পর শাসকগোষ্ঠী আরও মরিয়া হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, দেশে বাস্তবিক অর্থে আইন কানুন চর্চা থাকলে, নিরাপরাধ পিসিপি নেতা কুনেন্টু চাকমাকে গ্রেফতার হতে হতো না।

বক্তারা আরও বলেন, পাহাড়ের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। সেজন্য তারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে নিজেদের নৈতিক রাজনৈতিক অধিকার অর্জন করতে চায়। এভাবে যদি বারবার গণতান্ত্রিক আন্দোলনের উপর শাসকগোষ্ঠী আঘাত করতে থাকে, তাহলে পার্বত্য চট্টগ্রামে যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য শাসকগোষ্ঠী দায়ী থাকবে।  এসময় বক্তারা অভিলম্বে ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে নিঃশর্ত মু্ক্তির দেয়ার জন্য আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন