চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে তিন জেলা পরিষদের কাছে ৮৮টি দপ্তর হস্তান্তর

জাতীয় সংসদ

পার্বত্যনিউজ ডেস্ক :

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে সরকার এ পর্যন্ত তিন পার্বত্য জেলায় মোট ৮৮টি বিভাগ বা দপ্তর স্ব স্ব জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, শান্তিচুক্তি ও পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী এরই মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ৩০টি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ৩০টি এবং বান্দরবন পার্বত্য জেলা পরিষদে ২৮টি বিভাগ বা দপ্তর হস্তান্তর করা হয়েছে।

কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম, এ, আউয়াল।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন