চাষিদের মান উন্নয়ন ও প্রযুক্তি ব্যবহারে প্রধাণ্য দিচ্ছে সরকার

Pic Ukhiya 16-04-2017 (2) copy

উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন বলেছেন, কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও চাষিদের মান উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। কৃষিকে সমৃদ্ধ করতে বুরো চাষাবাদের সেচ যন্ত্রের বিদ্যুৎ ব্যবহারে এবং যন্ত্রপাতি ক্রয়ে কৃষকদেরকে সর্বোচ্চ ৭০% ভর্তুকি দেওয়া হচ্ছে।

রবিবার উখিয়া কৃষি বিভাগের উদ্যোগে চাষিদের মাঝে কৃষি যন্ত্রপাতি (রাইচ রিফার) বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আবু তাহের মাহমুদ।

উল্লেখ্য কৃষি মন্ত্রণালয়ের ভর্তুকি খামার যান্ত্রী করণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ২য় পর্যায়ের আওতায় ধান ও গম কাটার আধুনিক যন্ত্র চাষিদের মাঝে বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন