চাঁদা না পেয়ে বাঙ্গালী ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে উপজাতীয় সন্ত্রাসীরা

Capture

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারাতে চাঁদা না পেয়ে এক বাঙ্গালী ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে উপজেলার বড়পিলাক গ্রামের বাসিন্দা সানাউল্ল্যাহকে একদল উপজাতীয় সন্ত্রাসী বড়পিলাক এলাকা থেকে অপহরণ করে গহীন অরণ্যে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে গুরুতর আহতসহ হত্যার চেষ্টা করে।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বাঙ্গালীরা একজোট হয়ে শনখোলাপাড়া গ্রামে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এদিকে উপজাতীয় সন্ত্রাসীরা বাঙ্গালী ব্যবসায়ীকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে স্থানীয় বাঙ্গালীপাড়া, বড়পিলাক ও জালিয়াপাড়া চৌরাস্তায় তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

পরে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, চাঁদা, পিটিয়ে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন