চাঁদা চাইতে এসে গ্রামবাসীর ধাওয়া খেয়ে আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ে পালালো ইউপিডিএফ’র সন্ত্রাসীরা

17238056_1532400890134804_325318721_n copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

জুমিয়াদের কাছে চাঁদা চাইতে এসে গ্রামবাসীর ধাওয়া খেয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে বাঁচলো ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সন্ত্রাসীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইচছড়ির ছাতিপাড়ায় এ ঘটনা ঘটে।

দেবতা পুকুর এলাকার জনৈক গ্রামবাসী নাম প্রকাশ না করা শর্তে জানান, গত কয়েক দিন ধরে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সন্ত্রাসীরা জুম চাষীদের কাছে চাঁদা দাবি করে আসছিল।

রবিবার দুপুর ১২টার দিকে ৭/৮ জনের সশস্ত্র সন্ত্রাসী মাইচছড়ির ছাতিপাড়া এলাকায় এসে জুমিয়াদের অস্ত্রের মুখে জুম চাষ বন্ধ করে দেয়। এ নিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা হস্তক্ষেপ করে। কিন্তু সন্ত্রাসীরা চাঁদার দাবিতে অনঢ় থাকলে শতাধিক গ্রামবাসী দা-কুড়াল নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রাসীরা আত্মরক্ষার্থে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। ওই প্রত্যক্ষদর্শীর মতে, সন্ত্রাসীরা অন্তত  ১০রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

অপর এক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, সন্ত্রাসীদের ধরতে পারলেে উচিত শিক্ষা দিতাম।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, খবর পেয়ে মহালছড়ি জোনের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় রাইফেলের ১০রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

তবে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেমায়ুন কবীর বলেন, এ ধরনের ঘটনা জানা নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন