চকরিয়া শেখ রাসেল স্মৃতি আন্ত: ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল

 

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৪র্থ শ্রেণির শেখ রাসেল স্মৃতি আন্তঃ ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়। বৃত্তি পরীক্ষায় মোট ২৪৬জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে ৩২জন পাশ করেছেন। ফলাফল বিবরণ অনুযায়ী এ গ্রেডে ১০জন, বি গ্রেডে ১০জন এবং সি গ্রেডে ১২জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রোল নং ১২১৫,  ১২১৪, ১২২০, ১২২৮, ১২২৭, ১০০১, ১০৩৪, ১২২৯, ১০৩২, ১০৩৩, ১০০৩, ১১১৫, ১০০৫, ১১১৬, ১১৫৬, ১১১৩, ১১১৪, ১২২৬, ১১৯৭, ১১৮০, ১২০৩, ১২৩৭, ১১৯৯, ১২৩১, ১২১৯, ১২২১, ১০২১, ১১৭৮, ১২৩০, ১০০৪, ১০৩৫ ও ১১২১।

এরমধ্যে দিগরপানখালী দারুল উলুম মহিলা দাখিল মাদ্রাসার ১১জন, ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫জন, খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫জন, দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪জন, ফাঁসিয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন ৩জন, জুনিয়র আল এহরান তালিমুল কোরআন একাডেমি ২জন, পুকুরিয়া কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় ১জন ও ফাসিয়াখালী আদর্শ ইসলামী একাডেমির ১জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন