চকরিয়া-পেকুয়া আসনে জাফর আলমকে মনোনয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

চকরিয়া প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই ২৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় আলোচনার ঝড় উঠেছে।

তবে শেষ পর্যন্ত চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলমই মনোনয়ন পাচ্ছেন এমন খবর এখন সর্বত্র এলাকার জুড়ে।

সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের মাঝে নানা উদ্বেগ উৎকন্ঠা। এবার চকরিয়া-পেকুয়া মানুষের দীর্ঘদিনের ভাগ্যের প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের।

জানা গেছে, জাফর আলম বুধবার(২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তাঁকে এ আসনে মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে বিজয় নিশ্চিত করতে মাঠে নেমে পড়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজার-১ আসনে জাফর আলমই মনোনয়ন পেতে যাচ্ছেন এমন খবরে বুধবার বিকেলে দলের স্থানীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন শেখ হাসিনা। যিনি এক যুগ ধরে এলাকায় সংগঠনের হাল ধরে রেখেছেন, যিনি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছেন সেই জাফর আলমকেই মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের খবরে আমরা বেশ খুশি। এখন আমাদের একটাই লক্ষ্য থাকবে, নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দেওয়া।

বুধবার গণভবনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় জাফর আলমের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদীন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।

পৌর আওয়ামী লীগের সভাপতি লিটু বলেন, দলের সভানেত্রী জাফর ভাইকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করায় আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে আমাদের কাজ হবে আসনটি শেখ হাসিনাকে উপহার দেওয়া। সে লক্ষ্যে কাজ করছি।

আলহাজ জাফর আলম বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে জোটগত কারণে দলের সভানেত্রীর নির্দেশে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেই। তখন দলের প্রধান আমাকে আশ্বস্ত করেছিলেন, ২০১৮ সালের নির্বাচনে আমাকে কক্সবাজার-১ আসনে মনোনয়ন দেওয়ার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন