চকরিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা


চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের বাস্তবায়নে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা’১৭ গতকাল সকাল থেকে শুরু হয়েছে পুরাতন বিমানবন্দরস্থ বিজয় মঞ্চ মাঠে। মেলার শুরুতে এক বর্ণাঢ্য র্যা লি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যা লিতে অতিথিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পরে মেলাস্থলে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স)এমএ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহমদ কবির চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ সাইফুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এসময় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমআর চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাফর আলম তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চকরিয়া কর্তৃক খাটো জাতের নারিকেল সম্প্রসারণ কর্মসূচির আওতায় ভিয়েতনামি ওপি জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন