চকরিয়ায় রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত

চকরিয়া প্রতিনিধি:

পবিত্র শবে বরাত ও মাহে রমজান উপলক্ষে চকরিয়া উপজেলা সদরে মাছ-মাংসসহ সব ধরণের নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে নেমেছেন ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

বিশেষ করে মাংসের দোকানে অভিনব পন্থায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম ও ওজনের কারচুপির করার অভিযোগ পেয়ে শনিবার (২০ এপ্রিল) সকালে চকরিয়া শহরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শিবলী নোমান।

এসময় আদালত নানা অপরাধের দায়ে ৭ দোকানদারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে।

আদালতের পেশকার রতন কান্তি দাশ বলেন, পবিত্র শবে বরাত ও মাহে রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। এসময় আদালতের ম্যাজিস্ট্রেট শহরের মাংসের দোকানে গিয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন পৌরসভার তালিকার বাইরে মাংস বিক্রিতে অতিরিক্ত টাকা নেয়া হলে এবং ওজনে কারচুপি করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে আদালত ফুটপাত দখল, অবৈধ পাকিংসহ নানা অপরাধের দায়ে অন্তত ৭টি দোকান মালিককে ৩৯ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে মাছ মাংসসহ সব ধরণের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাদের নির্দেশ দেন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলাপের ভিত্তিতে পবিত্র শবে বরাত ও মাহে রমজান উপলক্ষে মাংস বিক্রিতে মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রতি কেজি (গরু/মহিষ) হাড়বিহীন মাংস ৫শ’ ৫০ টাকা, হাড়সহ প্রতি কেজি (গরু/মহিষ) মাংস ৫শ’ টাকা ও ছাগলের মাংস প্রতি কেজি ৬শ’ ৫০ টাকা বিক্রি করতে পারবে।

তিনি বলেন, মাংস বিক্রিতে ডিজিটাল স্কেল পরিমাপ ব্যবহার করতে হবে। সনাতন পদ্ধতির পাল্লা পরিমাপে ব্যবহার করা যাবে না। আইন লঙ্ঘণ করলে সংশ্লিষ্ট মাংস দোকানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ভোক্তা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে পবিত্র শবে বরাত ও মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। এরই অংশহিসেবে চকরিয়া শহরে প্রথম অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সর্তক সংকেত দেয়া হয়েছে। বিশেষ করে মাংস বিক্রিতে অতিরিক্ত মূল্য নেয়া এবং ওজনে কম দেয়া হলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বিষয়টি তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে। পুরো রমজান জুড়ে বাজার মনিটরিংয়ে আদালতের অভিযান চলবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়ায় রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন