চকরিয়ায় মজিদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সামগ্রী  বিতরণ


চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় পৌরসভাস্থ মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শিক্ষা উপকরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার(১০ জানুয়ারি) সকালে মাদ্রাসা হলরুম মিলনায়তনে এ শিক্ষা উপকরণের সামগ্রী বিতরণ করা হয়।

মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ হোছাইনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট তরুণ সমাজসেবক মো. মুজিবুল হক মুজিব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে সময় নূরানী মাদ্রাসার শিক্ষকগণসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরে মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার পক্ষথেকে বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল, বই, খাতা, মহিলা শিক্ষার্থীর নেকাপ, টুপি, লেখার জন্য কালো বোর্ড, চক ও ডাস্টার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন