চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতবাড়ি পুড়ে ছাই: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।বুধবার(২৭ সেপ্টম্বর) ভোররাত সাড়ে ৪টার  দিকে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মরহুম মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম চৌধুরী(জহির মিয়া)৫টি ভাড়াটিয়া বসতবাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে বুধবার ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম প্রকাশ জহির মিয়া ভাড়াটিয়া বাসায় চুলার  আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ৫টি ভাড়াটিয়া বাড়িতে ছড়িয়ে পড়ে।এতে মুহুর্তের মধ্যেই সম্পুর্ণ ভাবে আগুনে পুড়ে যায় ওই বসতঘর।ভাড়াটিয়া লোকজন কোন জিনিসপত্র বাহির করতে পারিনি।কোন রকম প্রাণে রক্ষা পায় বাড়িতে থাকা লোকজন।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশে নিচে বসবাস করছেন।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হচ্ছে ফেরিওয়ালা সুজন, মাছ ব্যবসায়ী নাজেম উদ্দিন।এছাড়া আরো দুই জন ফেরিওয়ালা পরিবারের বিভিন্ন মালামাল পুড়ে গেলেও তাৎক্ষনিক ভাবে তাদের নাম পাওয়া যায়নি। আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসেও আগুন নেভাতে সক্ষম হয়নি।মুহুর্তের মধ্যে আগুনের ছড়িয়ে পড়ে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ফেরিওয়ালা সুজন এ প্রতিবেদককে জানান, হঠাৎ ভোররাত সাড়ে চারটার দিকে আমার পার্শ্ববর্তী বাসার রান্নাঘরের উপরে আগুন দেখে ঘুম ভেঙ্গে যায়।তখন বাসা থেকে বের হতেই দেখি পুরো আগুন ছড়িয়ে পড়ে বাসার মধ্যে।কোন রকম প্রাণে বেঁচে গেলেও বাসার কোন মালামাল বাহির করতে পারিনি।এতে আমার প্রায় ৮০হাজার টাকার ক্ষতি হয়েছে।

চকরিয়া ফায়ার সার্ভিস ও দমকলবাহিনী লোকজন পৌঁছানোর বিশ মিনিট পূর্বেই সব কিছু পুড়ে ভস্মিভুত হয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন।খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মুজিবুল হক মুজিব অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন