চকরিয়ায় ভাই-বোনের সম্পত্তির বিরোধ নিয়ে হামলা, আহত ৫

চকরিয়া প্রতিনিধি :
ভাই-বোনের সম্পত্তি ভাগাভাগি নিয়ে তিনদিন ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে দুটি পরিবারের মাঝে যে কোন মুহুর্তে আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সম্পত্তি ভাগাভাগির বিরোধ নিয়ে সৃষ্ট ঘটনায় দু’পরিবারের ৫ জন লোক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোনাখালী ইউনিয়নে শহর আলী পাড়া এলাকায় দু’পরিবারের মাঝে নতুন করে ঘটনা ঘটে।

সুত্রে জানায়, সম্পত্তি ভাগাভাগির বিরোধ নিয়ে দু’ভাই বোনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ওই এলাকার মৃত বজল আহমদের কন্যা ছেনুয়ারা বেগম ও মাত আকবরের মধ্যে। এ নিয়ে ভাই বোনের দুই পরিবারের মাঝে গতকাল তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫জন গুরুতর আহত হন। আহত ব্যাক্তিকে চকরিয়া ও চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সুত্রে জানায়। আহত ব্যাক্তিরা হলেন,মাত আকবরের স্ত্রী রইজা বেগম (৩৫),তার ভাই ছৈয়দ আকবরের স্ত্রী রহিমা বেগম(৩৮)ছেলে রেজাউল করিম(১৯) কন্যা লাকী আকতার(১৭),ভাই আজিম উদ্দিনের স্ত্রী দিলোয়ারা বেগম(৩২)।

ভোক্তভোগী ছেনুয়ারার স্বামী নুরুল আলম স্থানীয় সাংবাদিকদের জানায়, বসত ভিটার সম্পত্তির ভাগাভাগির বিষয় নিয়ে আমার স্ত্রী ছেনুয়ারার সাথে তার ভাই মাত আকবরের বসতঘরের ছাউনি নিয়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের ছাউনি কাজ করার সময় বাধাঁ দেয় আমার স্ত্রী ছেনুয়ারা। বাধাঁ দেয়ার কারণে মাত আকবর তার বোন ছেনুয়ারাকে টেনে হিছড়ে পুকুরে নিয়ে পানিতে চুপিয়ে রাখে।

এ ঘটনার জের ধরে দু পরিবারের সংঘর্ষবেধেঁ যায়। অপরদিকে মাত আকবর দাবী করেছেন, সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে আমার বোনের শ^শুর বাড়ির লোকজন দলবল নিয়ে এসে পরিকল্পিতভাবে আমি ও আমার ভাইয়ের পরিবারকে দেশীয় তৈরী অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে তার স্ত্রী রইজা বেগম সহ ৫জন আহত হয়। বর্তমানে তাদের অবস্থা গুরুতর। এনিয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন