Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

চকরিয়ায় বন্যা পরিস্থিতি অবনতি, বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও তীব্র খাদ্য সংকট

চকরিয়া প্রতিনিধি:

টানা চার দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চকরিয়ায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বর্ষণ অব্যাহত থাকায় গতকাল বিকেলে চকরিয়া পৌর শহররক্ষা বাঁধ এবং বিএমচর ইউনিয়নে খুরিল্যারকুম বেড়িবাঁধ ভেঙে গিয়ে প্রবল বেগে বানের পানি ঢুকতে শুরু করেছে পৌর এলাকায় ও উপকূলীয় লোকালয়ে।

এতে চরম হুমকির মুখে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পৌর বাস টার্মিনাল পয়েন্ট। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করা না হলে মহাসড়ক তলিয়ে যাওয়া ছাড়াও নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভ্যন্তরীণ সড়ক গুলো সাত থেকে আট ফুট পানির নিচে তলিয়ে থাকায় উপজেলার সঙ্গে বিভিন্ন ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানির নিচে তলিয়ে গেছে। পানিতে এলাকা নিমজ্জিত থাকায় তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের। চলতি মৌসুমের আউশ ও আমন বীজতলা তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অবিরাম বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেমাতামুহুরী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চকরিয়া উপজেলার এক পৌরসভা ও১৮ ইউনিয়নের অন্তত তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

মাতামুহুরী নদী ও ছড়া খালের পানিতে সয়লাব হয়ে গেছে ১৮ইউনিয়ন। সে সব ইউনিয়ন গুলি হচ্ছে হারবাং, বরইতলী, কৈয়ারবিল, লক্ষ্যার চর, কাকারা, সুরাজপুর-মানিকপুর, বমু-বিলছড়ি, ফাঁসিয়াখালী, খুটাখালী, ডুলাহাজারা, সাহার বিল, বিএম চর, কোনাখালী, ঢেমুশিয়া, বদরখালীসহ সবকটি ইউনিয়ন। বরইতলী, হারবাং, বিএমচর, কোনাখালী, কাকারা, কৈয়ারবিলসহ বেশ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ জরুরি প্রয়োজনে নৌকা ও বাঁশের বেলা করে আসা-যাওয়া করছে। এসব ইউনিয়নের টিউবওয়েল গুলো সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় হাজার হাজার পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একলক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

এ ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বিএ (অনার্স) এমএ ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে দুর্গত পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

 

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মো. সাহেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, টানা ভারিবর্ষণ ও পাহাড়ি ঢলে পানিতে নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে সয়লাব। নদীর পানি কিছুটা কমলেও উপকূলীয় এলাকায় ফের পানি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়।

তাই প্রশাসনের পক্ষথেকে উপকূলীয় ইউনিয়নে কোনাখালী, ডেমুশিয়া, বদরখালী, বিএমচর, সাহারবিল বন্যা দুর্গতদের জন্য দশ হাজার টাকা করে বরাদ্ধ দেয়া হয়েছে। বন্যা পরিস্থিতি বিষয়ে সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন