চকরিয়ায় বদরখালী এম এস ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বদরখালী এম এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ম্যানেজিং কমিটির ত্রি-বার্ষিক অভিভাবক সদস্য পদের নির্বাচন উৎসব মূখর পরিবেশে শেষ হয়েছে ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত মাদ্রাসার  ক্যাম্পাসে একটানা এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৪টি বুথের মধ্যে ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১৩৭৩ ভোটের মধ্যে ৮৫৬ ভোট কাস্টিং হয়েছে।

জানাগেছে, অনুষ্ঠিতব্য নির্বাচনে বর্তমানে ৩টি অভিভাবক প্রতিনিধি পদের বিপরীতে ভোটযুদ্ধে লড়ছেন ৮জন প্রার্থী। তৎমধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ৮জন প্রার্থী থেকে অভিভাবক সদস্য পদে ৩জন প্রতিনিধি ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অভিভাবক সদস্যরা হলেন, মো. ফরিদুল আলম (চেয়ার-মার্কা), আব্দুল জলিল (দেয়াল ঘড়ি-মার্কা), আবু নাসের (আনারস-মার্কা), নুরুল আবছার (হারিকেন-মার্কা), ডা. মো. লোকমান (হরিণ-মার্কা), নুরুল ইসলাম (কলসি-মার্কা), আবুল কাসেম (মোরগ-মার্কা) ও নুরুল মোস্তফা।

এছাড়াও নির্বাচনে শিক্ষক প্রতিনিধির ৩টি পদে তফসিল অনুযায়ী মাদ্রাসার শিক্ষকদের ভোটে ভোট গ্রহণও সম্পন্ন হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস বলেন, পৃথক পৃথক তফসিল ঘোষনার পরে মাদ্রাসার দুইটি ক্যাটাগরীতে নির্বাচন অনুষ্টিত হয়। যেসব ক্যাটাগরীতে নির্বাচন হয়েছে তৎমধ্যে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠিতব্য নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মো. ফরিদুল আলম (চেয়ার প্রাপ্ত ভোট-৪৪৫), আব্দুল জলিল (দেয়াল ঘড়ি প্রাপ্ত ভোট-৩৭০), ডা: মো. লোকমান (হরিণ প্রাপ্ত ভোট- ৩৬৬)। এছাড়া শিক্ষক প্রতিনিধি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মৌলানা নাজেম উদ্দিন বদরী, রশিদ আহমদ এম এ ও মৌলভী মো. নুরুন্নবী। তিনি আরও বলেন, নির্বাচিত কমিটির প্রথম সভায় সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পরিচালনা কমিটির সভাপতি।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি (উপপরিদর্শক) অরুণ কান্তি চাকমা বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে মাদ্রাসার অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন