চকরিয়ায় পল্লী চিকিৎসকদের মাসব্যাপী প্রশিক্ষণ

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জনপদের প্রত্যন্ত অঞ্চলের পল্লী চিকিৎসকদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুম মিলনায়তনে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ কর্মশালা আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘটে। সমাপনী দিবসে কর্মশালায় আগত পল্লী চিকিৎসকদের উদ্যশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন চকরিয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. নুরুল কবির।

তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তিগত ভাবে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য সেবার মান। মানব দেহের প্রতিটি রোগ নির্ণয়নের জন্য নতুনত্ব তৈরি হচ্ছে তথ্য প্রযুক্তি। এরই আলোকে চকরিয়া জনপদের মানুষের দরগোড়ায় দ্রুত রোগ নিরুপণের ক্ষেত্রে উন্নত প্রযু্ক্তি মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে চকরিয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। বর্তমানে শেভরণ মানুষের শতভাগ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, গ্রামীণ এলাকার গরিব-অসহায় ও সাধারণ  মানুষ যাতে সু-চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে দিকে সকলের নজর রাখতে হবে। যেন কোন রোগী চিকিৎসার অভাবে প্রাণ হারাতে না হয় সে মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন