চকরিয়ায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শনে সংসদীয় কমিটি


চকরিয়া প্রতিনিধি:
সারা দেশব্যাপী নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েদের খেলাধুলামূখী করতে বর্তমান সরকার সারা দেশে প্রথম ধাপে ১৩১টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নেয়।

কক্সবাজারের চকরিয়াসহ দেশে বিভিন্ন উপজেলায় শীঘ্রই নির্মিত হচ্ছে ওইসব মিনি স্টেডিয়াম। ইতিমধ্যে জায়গা বাছাই ও পরির্দশন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত একটি সাব কমিটি।

এসব স্টেডিয়াম নির্মাণ করা হলে দেশের যুব সমাজ মাদকের হাত থেকে রেহাই পাওয়ার সাথে সাথে বের
হয়ে আসবে প্রতিভাবান খেলোয়াড় এমটাই মনে করেছে ক্রীড়াপ্রেমিরা।

এরই আলোকে চকরিয়া উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২ নম্বর সাব কমিটির সদস্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, জাতীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয় ও সাব কমিটির অন্যতম সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন সাব কমিটির সদস্যরা। মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এমএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, কক্সবাজার ফুটবল ফেডারেশন সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদীসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ক্রিড়াবিদ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন