চকরিয়ায় নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ

অপহরণ

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে চার সন্তানের জনক এক লম্পটের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই লম্পটের বিরুদ্ধে রোববার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অপহৃত ছাত্রীর বাবা। অপহৃত ছাত্রীর বাড়ি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া গ্রামে।  অপহরণকারী লম্পট চার সন্তানের জনক মোহাম্মদ মকছুদ (৪০) একই গ্রামের আমির হোসেনের ছেলে।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ছাত্রীর বাবা দাবি করেন, অপহরণকারী মকছুদ স্থানীয় হওয়ায় মাঝে-মধ্যে তাদের বাড়িতেও আসতো।  ৯ মে (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ে বাড়ির সামনের চলাচল পথে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা মকছুদ মেয়েকে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এর পর মেয়েকে অনেক স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ ঘটনায় বাবার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নিতে এবং ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন