Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

চকরিয়ায় জমজমাট ঈদবাজার

Chakaria Pic-1 copy

চকরিয়া প্রতিনিধি:

রমজানের ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে চকরিয়ার বিপনী বিতানগুলোতে। প্রায় ৩০টি বিপনী বিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু নারী-পুরুষের ভিড়। এতে শেষ মুহূর্তে ভাল বিকিকিনিতে ব্যবসায়ীরা বেশ খুশি।

চকরিয়া পৌর শহর চিরিঙ্গা একাধিক বিপনী বিতান ঘুরে দেখা গেছে, বিপনী বিতানগুলোর বেশির ভাগ শাড়ির দোকানে নারী ক্রেতাদের ভিড় লেগেই আছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের ঈদে নারীদের প্রথম পছন্দ নামিদামি ব্রান্ডের শাড়ি ও শেলোয়ার কামিজ। ক্রেতা সমাগমকে উপলক্ষে রমজানের শুরু থেকেই বিপনী বিতানগুলোকে আলোকসজ্জায় সাজানো হয়েছে। মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শহরের বিপনী বিতানগুলোর সব দোকানে নিত্য-নতুন ডিজাইন ও মডেলের কাপড়ের সমারোহ দেখা গেছে।

সরজমিন দেখা গেছে, চিরিঙ্গা-সোসাইটির বাণিজ্যিক শহরের নিউ মার্কেট, ওয়েস্টার্ণ প্লাজা, আনোয়ার শপিং কমপ্লেক্স, চকরিয়া শপিং কমপ্লেক্স, সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট, চিরিংগা সমবায় মার্কেট, আবদুল মতলব শপিং সেন্টার, চকরিয়া সিটি সেন্টার, রূপালী শপিং কমপ্লেক্স, রওশন মার্কেটে রয়েছে প্রায় তিন হাজার দোকান। এসব দোকানে শোভা পাচ্ছে মেয়েদের পছন্দের পোশাক শেলোয়ার কামিজ কিরণমালা, আনার কলি, লেহেঙ্গা, পাগলু, শিলা, ছাম্মাকছালো, ঝিলিক, ফুলকলি, আনারকলি, শিপন, স্কাট টপস, থ্রি পিস, জিন্স প্যান্ট, জামদানি শাড়ি, বেনারশি, কাতান, সিল্ক, জর্জেট জয়পুরি, ছেলেদের নবাবী পাঞ্জাবি, শেরওয়ানি, ফতুয়া, টি-শার্ট, প্যান্ট এবং ছোটদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের তৈরি পোশাক। প্রত্যেক দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে।

ওয়েস্টার্ণ প্লাজা মার্কেটের হৃদয় ফ্যাশনের সত্ত্বাধিকারী জাহেদুল ইসলাম বলেন, ‘এবারের রমজানের শুরু থেকেই বিকিকিনি সারতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। যেখানে গতবছর একাধিক ভয়াবহ বন্যার কারণে ঈদবাজারে ব্যাপক প্রভাব পড়ে। বলতে গেলে রমজানের শেষমুহূর্তেও তেমন ভিড় ছিল না। তবে এবারের রমজানের শুরুতে প্রাকৃতিক দূর্যোগ না থাকায় ভাল বিকিকিনি হচ্ছে।’

ব্যবসায়ীরা জানান, চকরিয়া-পেকুয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলার অন্তত লক্ষাধিক নারী-পুরুষ প্রতিদিন পৌরশহর চিরিঙ্গার বিপনী বিতানগুলোতে ভিড় করছে। এতে ব্যাপকভাবে জমে উঠেছে ঈদবাজার। বেচাবিক্রিও মোটামুটি ভাল হচ্ছে। ক্রেতারাও বিভিন্ন পণ্যের দাম নাগালের মধ্যে পাচ্ছে। এতে ঈদবাজারমুখি নারী-পুরুষেরাও স্বাচ্ছন্দে কেনাকাটা সারতে পারছে।

সুপার মার্কেটের কাপড়ের বড় দোকান সৌদিয়া ক্লথ স্টোর। এই স্টোরের সত্ত্বাধিকারী মো. মুজিবুল হক বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম একটু বেশি হলেও গুনগত মান ভাল হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দে ক্রয় করছেন। তার দোকানে নারী ক্রেতাদের চাহিদা থাকে বরাবরেই বেশি।’

হাজেরা শপিং সেন্টারের অন্যতম গার্মেন্টস পণ্যের দোকান চমক ফ্যাশনের মালিক মোহাম্মদ আলী জানান, ঈদ উপলক্ষে দোকানে ভালমানের শাড়ি, থ্রি-পিস, কসমেটিক ও শিশুদের কাপড়সহ বিভিন্ন পোশাকের সমাহার নিয়ে এসেছেন। বেশির ভাগ পণ্যের দামও অনেকটা ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।

এদিকে ঈদ বাজারের নিরাপত্তায় দিনরাত সমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ, আনসার ছাড়াও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। পাশাপাশি ঈদবাজার মুখি নারী-পুরুষের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন কুইক সার্ভিস’ ও নারী পুলিশ সদস্যদের নেতৃত্বে বোরকা বাহিনী নামে দুটি টিম গঠন করেছে পুলিশ। এই দুই টিমের সদস্যরাও নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করতে দেখা গেছে।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, ‘ঈদবাজারে আগত নারী-পুরুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা সেরে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছে। এতে এখনো পর্যন্ত ঈদবাজারে কোন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়নি।’

ওসি আরো জানান, ঈদবাজারের নিরাপত্তায় পুলিশী টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যদের মাঠে নামানো হয়েছে। বোরকা পড়ে ছদ্মবেশে অপরাধী ধরতে মাঠে রয়েছে মহিলা কনষ্টেবলরা। তিনি নিজেও ঈদবাজারের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সরজমিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন