চকরিয়ায় চাচাকে খুনের ঘটনায় ৩ বছরেও গ্রেফতার হয়নি ঘাতক ভাতিজা

চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের পালাকাটা কালাচাঁনপাড়া গ্রামের ইসমাইল হোসেনকে দিনদুপুরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করে তার ভাতিজা আরিফুল ইসলাম। ২০১৪ সনের ৯ মে ঘটেছে এঘটনা। নিহত ইসমাইল ওই এলাকার মরহুম মৌলভী ফখরুল আহমদের পুত্র।

এঘটনায় নিহতের স্ত্রী মিফতাহুল জন্নাত বাদী হয়ে খুনি ভাতিজাসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা নং জিআর ১৮১/১৪ দায়ের করেন। ওই মামলায় থানার তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সনের ১০ জানুয়ারী আদালতে চার্জসীট দাখিল করেন।ওই মামলা থেকে অপরাপর ৫ জন আসামী বাদ গেলেও সুষ্ঠু বিচারের স্বার্থে আদালতে চার্জসীটের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করেননি। চার্জসীটভুক্ত রাখা হয় খুনি ভাতিজা আরিফুল ইসলাম ও তার পিতা জাফর আলমকে।

মামলার বাদী অভিযোগ করেন, দীর্ঘ ২ বছর ১০ মাস সময় অতিবাহিত হলেও মামলার পলাতক আসামী খুনি আরিফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বাদী বিজ্ঞ আদালতের কাছে স্বামী হত্যার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করেন। বুধবার ২৯ মার্চ আদালতে মামলার শুনানীর দিন ধার্য্য রয়েছে বলে জানাগেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন