চকরিয়ায় ই-নামজারী সিস্টেম ব্যবহারকারী ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ই-নামজারি সিস্টেম ব্যবহারকারীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আনু্ষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ড, একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) প্রধানমন্ত্রী কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পরিষদ বেনবেইজ ভবনের হলরুম মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও প্রশিক্ষক ইখতিয়ার উদ্দিন মো. আরাফাতের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে অজানা কিছু তথ্য জানা যায়। যা জীবনের চলার পথে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। একজন প্রশিক্ষণ নেয়া ব্যক্তি তার কর্মক্ষেত্রে ভালো স্থান তৈরি করতে পারে। তাই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে প্রশিক্ষণ নেয়া সকলের প্রয়োজন। আপনাদের মাধ্যমে দেশের জনগণের সেবার মান আরও বাড়িয়ে দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে ই-সিস্টেম ব্যবহারকারীরা আরো অনেক সহজে সমাধান করতে পারবেন।

তিনি আরো বলেন, ভূমি মন্ত্রণালয় ও সরকারের গৃহীত প্রদক্ষেপ আলোকে এ দেশের সাধারণ মানুষের কাছে ভূমি সেবা সহজে দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমির এ দৃশ্যপট পরিবর্তন। এ সময় প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ের উপরও দিক নির্দেশনামূলক বক্তব্য বাখেন।

ওই প্রশিক্ষণে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) কার্যালয়ে সহকারী, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ ২০জন সহকারী ভূমি কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন বলে সূত্রে জানাগেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন