চকরিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

উদ্ধার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী থেকে ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী অপহরণের ২৮দিন পর পুলিশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী স্টেশন থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এর পর উদ্ধারকৃত ছাত্রীকে আদালতে উপস্থাপন করলে আদালতের বিচারক ওই ছাত্রীকে বাবার জিম্মায় দেয়। তবে এ ঘটনায় জড়িত বখাটেসহ মামলার আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে গত ২৬ মে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার খুটাখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর মেদাকচ্ছপিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জেলা পরিষদ যাত্রী ছাউনি এলাকা থেকে একদল বখাটে ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।

অভিযোগে জানা গেছে, উত্তর মেদাকচ্ছপিয়া এলাকার মৃত আলী মুছার বখাটে ছেলে মো. তায়েফ প্রতিনিয়ত বিদ্যালয়ে যাওয়ার পথে খুটাখালী আদর্শ শিক্ষা নিকেতনে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রেম নিবেদনসহ উত্যক্ত করে আসছিল। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশও হলে ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে তায়েফ ও তার পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়। এর পরও ক্ষিপ্ত হয়ে বখাটে তায়েফ কয়েকজন সহযোগী নিয়ে গত ২৬ মে সকাল ৯টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, অপহরণ ঘটনায় জড়িত বখাটে তায়েফসহ দু‘জনের নাম উল্লেখ ছাড়াও ৬ জনকে আসামী করে ছাত্রীর বাবা নজরুল ইসলাম থানায় লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়। মামলা রুজুর পর অপহৃতাকে উদ্ধারে বিভিন্নস্থানে সোর্স নিয়োগ করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান জানান, স্কুলছাত্রীকে অপহরণ ঘটনায় জড়িত বখাটে তায়েফসহ মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন