গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জিএমসি ইনষ্টিটিউশন কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন


পেকুয়া প্রতিনিধি:
৪৬তম জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মালুমঘাট আইডিয়াল হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। এদিকে সকালে একই মাঠে অনুষ্ঠিত সেমি ফাইনালে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আইডিয়ালের মুখোমুখি হয় জিএমসি।

ফাইনালে মূল খেলায় কোন পক্ষই গোল করতে না পারায় ট্রাইবেকারে ৪-৩ গোলে মালুমঘাট আইডিয়ালকে হারায়। সেমি ফাইনালে একাই ৩ গোল করে হ্যাট্রিক করেছে ১০ শ্রেণীর ছাত্র হেফাজউদ্দিন। ফাইনালে জিএমসির অধিনায়কের দায়িত্বপালন করেন ১০ শ্রেণীর ছাত্র ইরফান, অন্যান্য খেলোয়াড়রা হলেন, হেফাজ, আবদুল্লাহ, শাওন, নেজাম, মিনহাজ, জোনাইদ, রাশেদ, সাঈদী, দিদার, জোনাইদ-২ প্রমূখ।।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালাহউদ্দিন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, নাছির উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফজলুল করিম সাঈদী, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের সভাপতি উম্মে কুলসুম মিনু, মাষ্টার নুর মোহাম্মদ, মাষ্টার আবদুল গফুর উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন