গুইমারা রিজিয়ন এর উদ্যেগে আয়োজিত ভলিবল খেলায় বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন 

গুইমারা প্রতিনিধি:

পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন এর উদ্যেগে আয়োজিত ভলিবল খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন।

সোমবার(৪ ডিসেম্বর) বিকেলে গুইমারা রিজিয়নের স্পোর্টস গ্রাউন্ডে শান্তি কনসার্টের পূর্বে অনুষ্ঠিত খেলায় সেনা সার্জেন্ট শওকত হোসেনের পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ও স্থানীয় জনতার দলসহ সর্বমোট ৪টি দলের অংশগ্রহণে খেলা শুরু হয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ২-১ ব্যবধানে, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), স্থানীয় জনতাকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমার্ধের খেলা শেষ করলেও ফাইনালে বর্ডার গার্ড বালাদেশ (বিজিবি) কে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সিপাহী নাজমুল হোসেন।

এদিকে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার এম কামরুজ্জামান, এনডিসি পিএসসি,জি।

এছাড়াও খেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)র, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামসের উদ্দিন, বিজিবির রামগড় জোন কমান্ডার লে. কর্ণেল এম জাহিদুর রশিদ, লক্ষীছড়ি জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক, ৬ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার এসএম আনিসুর রহমান।

এছাড়াও খেলার মাঠে হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন