গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মেমং মারমা

Khagrachari Pic 06 copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

নবগঠিত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত হয়েছে।শনিবার আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের জন্য গুইমারা উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে গুইমারা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমাকে মনোনয়ন চুড়ান্ত করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিন্ধুকছড়ি ইউপি’র পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী মনোনয়নের জন্য আগ্রহ ব্যক্ত করেন।পরে সর্বসম্মতিক্রমে মেমং মারমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

16507139_1485037728204454_2112158603_n

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এমন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তবে তিনজনের নামই কেন্দ্রে পাঠানো হবে।

এছাড়া বিএনপি এখনো প্রার্থী চুড়ান্ত না করলেও দলটির জেলা শাখার দপ্তর সম্পাদক মো. ইউসুফ, জাতীয় পার্টির জেলা শাখার সাবেক সভাপতি মো. সাহাজউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা এবং আঞ্চলিক রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা অংগ্য মারমার নাম আলোচিত হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬জুন অনুষ্ঠিত প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯ তম সভায় নতুন উপজেলা হিসেবে গুইমারা অনুমোদন দেয়া হয়।

এখন গুইমারা খাগড়াছড়ি ৯ম উপজেলা। এতোদিন মাটিরাঙ্গা উপজেলার আওতায় গুইমারা ইউনিয়ন, রামগড় উপজেলার আওতায় হাফছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি উপজেলার আওতায় সিন্দুকছড়ি ইউনিয়ন। এখন এ তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় গুইমারা উপজেলা। গুইমারা উপজেলার আয়তন ১শ ১৫ বর্গ কিলোমিটার। যেখানে ৪৪ হাজার ২শ ২ জন লোকের বসবাস।

প্রসঙ্গত,আগামী ৬মার্চ খাগড়াছড়ির নতুন গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এটিএম কাউছার হোসেন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। ১০ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই। ১৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নব-গঠিত এ উপজেলার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকের ভিত্তিতে। তাই তফশিল ঘোষণার পর থেকেই বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পার্বত্যাঞ্চলে সক্রিয় আঞ্চলিক দলও মাঠে নেমেছে জোরেশোরে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন