গুইমারা উপজেলা নির্বাচন: প্রতীক পেয়ে ঐক্যের শপথ নিলেন প্রার্থীরা

3 charman guimara
গুইমারা প্রতিনিধি :

হতে পারে আমরা দলীয় কিংবা স্বতন্ত্র প্রতীকে আলাদা নির্বাচন করছি, তাতে কি? আমরা মনে করি, গুইমারা উপজেলার একই মায়ের অভিন্ন সন্তান আমরা। এ উপজেলার উন্নয়নে আমরা সকলে এক হয়ে কাজ করবো। নির্বাচনী প্রতীক পেয়ে জনসম্মুখে এভাবেই নিজেদের অনুভুতিগুলো প্রকাশ করে ঐক্যের শপথ নিলেন খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা। এসময় তারা একে অপরকে জড়িয়ে ধরে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শান্তিপূর্ণ প্রচার-প্রাচরণা চালানোরও অঙ্গীকার করেন। প্রার্থীদের এমন আচরণে মুগ্ধ উপস্থিত ভোটার-সমর্থকরাও।

এর আগে সকালে গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রির্টানিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান প্রার্থীদের মাঝে তাদের পছন্দের প্রতীক তুলে দেন। আগামী ৬ মার্চ প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেমং মারমা, ভাইস চেয়ারম্যান ডা. মো. নুরুন্নবী ও ঝর্ণা ত্রিপুরা (নৌকা) প্রতীক বরাদ্দ পান।

বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউচুপ, ভাইস চেয়ারম্যান পূর্ন্য কান্তি ত্রিপুরা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলাউচিং মারমা ধানের শীষ প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশ্যেপ্রু মারমা-আনারস প্রতীক, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী মিল্টন চাকমা চশমা, থোয়াইঅংগ্য চৌধুরী পান টিউবওয়েল প্রতীক পেয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন থাকায়, দুই চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাহলাপ্রু মারমা গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর কিছুক্ষণ পর অপর স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সাহাজ উদ্দিন প্রতিনিধির মাধ্যমে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে ৩ জন চেয়ারম্যান, ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান ও ৪ জন ভাইস চেয়ারম্যান চূড়ান্ত ভোট যুদ্ধে অবতীর্ণ হলেন।

উল্লেখ্য, গুইমারাবাসীর প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সদিচ্ছা অনুয়ারী ২০১৫ সালের ২ জুন সচিবালয়ে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) বৈঠকে খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। এতে জেলার রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নিয়ে নবসৃষ্ট গুইমারা উপজেলা গঠিত হয়। সর্বশেষ গুইমারাকে নিয়ে খাগড়াছড়ির উপজেলার সংখ্যা দাঁড়ায় ৯টি। তিন ইউনিয়ন মিলিয়ে গুইমারা উপজেলার জনসংখ্যা প্রায় ৫৫ হাজার। ভোটার সংখ্যা ২৭২৯২। আগামী ৬ মার্চ উৎসবমুখর পরিবেশে মোট ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন