গুইমারার প্রথম অভিভাবক কে হচ্ছেন

05.03.2017_Guimara Upazila NEWS-Leadershif Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন। প্রচার-প্রচারণা শেষে এখন চলছে ভোট গ্রহণের শেষ প্রস্তুতি। গুইমারা উপজেলার প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা ও বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফের সাথে তৃতীয় প্রার্থী হিসেবে রয়েছেন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী উশেপ্রু মারমা।

নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকেই একটি বিশেষ মহলের আধিপত্য বিস্তারসহ নিজের অতীত কর্মকাণ্ডের কারণে বেকায়দায় রয়েছেন তৃতীয় প্রাথী হিসেবে আবির্ভুত ইউপিডিএফ সমর্থিত প্রার্থী উশেপ্রু মারমা। ইতিমধ্যে ‘উশেপ্রু’ ঠেকাও ইস্যুতে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যাওয়ার কারণে সকলেরই দৃষ্টি সোমবারের নির্বাচনের দিকে। গুইমারা জুড়ে প্রশ্ন একটাই কে হচ্ছেন গুইমারার প্রথম অভিভাবক।

প্রসঙ্গত, পার্বত্য খাগড়াছড়ির নবম উপজেলা হিসেবে ২০১৬সালের ২জুন প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারাকে উপজেলা অনুমোদনের পর একই বছরের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় গুইমারা উপজেলা পরিষদের। প্রশাসনিক কার্যক্রম শুরুর এক বছর তিন মাসের মাথায়  ৬মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন। গুইমারা উপজেলার ইতিহাসে প্রথম নির্বাচন হওয়ায় এ নির্বাচনকে ঘিরে শুরু থেকেই প্রার্থী ভোটার সব মহলেই উচ্ছাস দেখা দিয়েছে।

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ২৭ হাজার ৯‘শ ৯২ জন ভোটার রয়েছে। যার মধ্যে  উপজাতীয় ভোটার ১৮ হাজার ১‘শ ৭৯জন আর বাঙ্গালী ভোটার ৯ হাজার ৮‘শ ১৩জন। সংখ্যার দিক থেকে উপজাতীয় ভোটার বাঙ্গালী ভোটারের দুই-তৃতীয়াংশ।

সকলের দৃষ্টি আটকে আছে ৬ মার্চের শেষ বিকালের দিকে। কে হতে যাচ্ছেন গুইমারা উপজেলার অভিভাবক। কে হচ্ছেন উন্নয়ন বঞ্চিত গুইমারার শীর্ষ জনপ্রতিনিধি। কার কাঁধে বর্তাবে গুইমারার ভবিষ্যত গড়ার গুরুদায়িত্ব। দুই প্রভাবশালী রাজনৈতিক দলের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী ক্লিন ইমেজের অধিকারী মেমং মারমা ও মোহাম্মদ ইউসুফ নাকি ইউপিডিএফ সমর্থিত প্রার্থী উশেপ্রু মারমা। ফলাফলের জন্য অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন