Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

গুইমারার তিন ইউপিতে আ’লীগ ২, ইউপিডিএফ ১

khagrachari-up-picture-31-10-2016-copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির জেলার নবগঠিত গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত দুই ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) একটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গুইমারা সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মারমা ৩ হাজার ৭‘শ ৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি গুইমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত নগেন্দ্র নারায়ন ত্রিপুরা‘র ছেলে নির্মল নারায়ন ত্রিপুরা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬‘শ ২৯ ভোট। ধানেরশীষ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো: মোখলেছুর রহমান পেয়েছেন ১ হাজার ২‘শ ৯ ভোট।  হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চাইথোয়াই মারমা ৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাটিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট।

এছাড়া সিন্দুকছড়ি ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত প্রার্থী রেদাক মারমা ১ হাজার ৯৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুইনুপ্রু মারমা পেয়েছেন ১ হাজার ৩৪৩ ভোট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন