গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট ও পোশাক আটক করেছে বিজিবি

1. Destruction of Tambru BOP Siggarate 28 August 2016.jpg (1)

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের ১৭ বিজিবি’র  তুমব্রু বিওপি কর্তৃক পৃথক পৃথক চোরাচালানী অভিযানে ৪,০৩০ (চার হাজার ত্রিশ) প্যাকেট বার্মিজ মার্বেল সিগারেট এবং বার্মিজ বিভিন্ন প্রকারের পোশাক আটক করা হয়েছে। রবিবার রাতে এ অভিযান চালায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ১২ টায় ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কক্সবাজার-এর অধীনস্থ তুমব্রু বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম-এর নেতৃত্বে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার  ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের কুমির প্রজনন কেন্দ্রের সংলগ্ন এলাকায় ফাঁদ পেতে বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ৫/৬ জন চোরাকারবারীর উপস্থিতি টের পেয়ে তাদেরকে থামার সংকেত দেন।  কিন্তু বিজিবি’র টহল দলকে দেখতে পেয়ে পাহাড়ী ভূমির সুযোগ নিয়ে চোরাকারবারীরা বহনকৃত ০৮ (আট) টি কাগজের কার্টুন তৎক্ষণাৎ ফেলে রেখে চলে যেতে বাধ্য হয়।

 বিজিবি সূত্রে আরো জানা গেছে, তল্লাশী করে উক্ত কাগজের কার্টুনের মধ্যে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ৪,০৩০ ( চার হাজার ত্রিশ) প্যাকেট বার্মিজ মার্বেল সিগারেট আটক করতে সক্ষম হয়। এছাড়াও একই কমান্ডার-এর নেতৃত্বে উল্লিখিত এলাকায় অপর অভিযানে আরেক অভিযানে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের বার্মিজ বিভিন্ন প্রকারের পোশাক আটক করতে সক্ষম হয়।  – প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন