খুনিয়াপালং ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী কামালের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

Exif_JPEG_420

উখিয়া প্রতিনিধি:

খুনিয়াপালং ইউনিয়নে ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কামাল হোছাইন (টিউবওয়েল মার্কা) নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের দেওয়া আচরণ বিধিমালা অমান্য করে একাধিক অফিস ও শো-ডাউন চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা রামু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে প্রকাশ ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কামাল হোছাইন ভোটারদেরকে কালো টাকা বিতরণ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। একাধিক অফিস করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম সোহেল (বৈদ্যুৎ পাখা) অভিযোগ করে বলেন, সোমবার অপর প্রার্থী কামাল হোছাইন পেঁচারদ্বীপ ও হিমছড়ি এলাকার মেরিণ ড্রাইভ সড়কে অর্ধশতাধিক গাড়ীর বহর নিয়ে মাথায় লাল ফিতা বেঁধে শো-ডাউন করেছে। শুধু তাই নয় একাধিক মাইকের গাড়ী প্রচারণায় ব্যবহার করছে। উক্ত অভিযোগ অস্বীকার করেন মেম্বার প্রার্থী কামাল হোছাইন বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে চলেই আমি প্রচারণা কার্যক্রম চালাচ্ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন