খাড়াছড়িতে আন্ত: ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতায় কাপ্তাই চ্যাম্পিয়ান

dav

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের চট্রগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের আন্ত: ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় কাপ্তাই ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ান হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ৩২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলা চট্রগ্রাম ৮ বর্ডার গার্ড বাংলাদেশকে ৩৩-২৮ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম ৮ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মাসুদ রানা।

খাগড়াছড়ি বিজিবি সেক্টর কামান্ডার কর্ণেল মো. মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

এসময় খাগড়াছড়ি ৩২ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্ণেল রাহাত নেওয়াজ, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাওছার, পিএসসি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি ৩২ বর্ডার গার্ড বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্রগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের আন্ত: ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়। খেলায় মোট ২০ টি বিজিবি ব্যাটালিয়ন দল অংশ গ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন