খালেদা জিয়ার রায়ে মানিকছড়ি আ’লীগের আনন্দ মিছিল

মানিকছড়ি প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার খবরে মানিকছড়ি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয়েছে।

জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে বকশীবাজার বিশেষ আদালতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর ৫ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।

রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ওই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৩জনকে জেল-হাজতে প্রেরণ করা হয়।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন। দলীয় অফিস থেকে মিছিলটি বের হয়ে বাজার ঘুরে এসে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতলায় সমবেত জনতার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এ সময় তাঁরা বলেন, আওয়ামী লীগ আইনের শাসনকে বিশ্বাস করে। আওয়ামী লীগের আমলে যুদ্ধাপরাধের পাশাপাশি দুর্নীতিতে জড়িত রাঘব-বোয়ালদের বিচার সম্ভব। বিএনপি নেত্রী জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়েছেন আজ। বিজ্ঞ আদালত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে সাজা দিয়ে আবারও প্রমাণ করেছেন আওয়ামী লীগ আদালতকে ন্যায় বিচারকাজ করার স্বাধীনতা দিয়েছে। অতএব দুর্নীতিবাজ বিএনপি’র এদেশে রাজনীতি করার অধিকার নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন