খাগড়াছড়ি সদর জোন কর্তৃক শান্তিচুক্তির ২১তম বার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি সদর জোন কর্তৃক শান্তি চুক্তির ২১তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) খাগড়াছড়ি সদর জোন কর্তৃক নানাবিধ কর্মসুচির মধ্যদিয়ে শান্তি চুক্তির ২১তম বার্ষিকী উদযাপন করা হয়।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জোনের আওতাধীন আলুটিলা আর্মি ক্যাম্প,জিরোমাইল আর্মি ক্যাম্প,ঘাসবন আর্মি ক্যাম্প, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প,রেজামনিপাড়া আর্মি ক্যাম্প এবং পানছড়ি আর্মি ক্যাম্প তাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল হেডম্যান ও কারবারিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে।এর পরপরই সকল ক্যাম্পে হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়।উক্ত প্রীতিভোজে প্রায় ২৫০-৩০০ জন উপস্থিত ছিলেন।

শান্তি চুক্তির ২১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসুচিতে আগত সকল অতিথিবৃন্দ খাগড়াছড়ি সদর জোনের এরূপ উদ্যোগকে স্বাগত জানায়

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও জোনসদর কর্তৃক এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন