খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে মেডিকেল ক্যামপেইন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সমপ্রীতির বন্ধন দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে।

সাম্প্রদায়িকতার বন্ধনকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে সম্প্রীতি রেজামনিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মধুপাড়া এলাকায় খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় মেডিক্যাল ক্যামপেইন পরিচালিত হয়।

উক্ত মেডিক্যাল ক্যামপেইনে ক্যাপটেন মো. আহসান হাবীব, এ্যাডজুটেন্ট, খাগড়াছড়ি জোন; ক্যাপটেন মো. হাবিবুর রহমান, মেডিক্যাল অফিসার, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং ডা. মো. মেজবাহ উদ্দিন, মেডিক্যাল অফিসার, সিভিল সার্জন অফিস, খাগড়াছড়ি উপস্থিত ছিলেন । মেডিক্যাল ক্যামপেইন এ ৪৫০ জন জনবল চিকিৎসা সেবা গ্রহণ করে। এ সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

মেডিক্যাল ক্যামপেইন পরিচালনার জন্য স্থানীয় জনবল নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে রূপ সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন