খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিশিষ্ট সন্মানে ইফতার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মে) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার পূর্ববর্তী সময়ে খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধর্মীয় দৃষ্টিকোণের পাশাপাশি সামাজিক দিক থেকে এমন অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িতে জনসাধারণের নিরাপত্তা প্রদানসহ বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের প্রসংশা করেন তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান, বিজিবি সেক্টরের অধিনায়ক কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, এপিবিএন ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আওরঙজেব মাহবুব, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আলী আহমদ খানসহ জনপ্রতিনিধি,সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, পরিবারবর্গ,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন