খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ঢুকাতে গিয়ে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে। এঘটনায় গুরুতর আহত ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টায় খাগড়াছড়ি শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় একটি দোকনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টার দিকে গ্যাসের গোডাউনে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা শ্রমিকসহ ৭জন দগ্ধ হয়। বিস্ফোরণের ঘটনায় গোডাউনের ভবনসহ আশপাশের কয়েকটি ভবনের ক্ষতি হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে।

আহতরা হলেন আব্দুল হামিদ (২৩), নিউটন চাকমা (২৫), মিনতি চাকমা (৩৫), মাহমুদুল্লাহ (২৬), ভূবন বিকাশ চাকমা (৫০), মতি রঞ্জন চাকমা (৪৫) ওজমির (২২)।

এদের মধ্যে ভূবন বিকাশ চাকমা, মো. মাহমুদ উল্লাহ (৪৭), জমির (২২) ও মাহমুদুল্লাহকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতদের মধ্যে তিন বাঙ্গালির বাড়ি চট্টগ্রামে হাটহাজারীতে বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, আহত ওই তিন বাঙ্গালিকে দিয়ে ব্যবসায়ী সমওজ্জল চাকমা সিলিন্ডারের গ্যাস কমানো-বাড়ানোর কাজ করানোর সময় বিস্ফোরণ ঘটে।

আহত মিনতি চাকমা জানান, দোকানের পেছনের অংশে আমরা থাকি। ঘটনার সময় আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি বিকট শব্দে গুদামটির দেওয়াল ভেঙ্গে পড়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, গুরুতর আহত ৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরের ৩০ ভাগের বেশি পুড়ে গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো জানান, গ্রাহকদের ঠকিয়ে অধিক লাভের আশায় এক বোতল থেকে অন্য বোতলে গ্যাস ঢুকাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর দোকানের মালিক পালিয়ে গেছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন