খাগড়াছড়ির পৌরসভায় দুই মেয়র প্রার্থীসহ ৩০জনের মনোনয়ন ফরম সংগ্রহ

পৌরসভা নির্বাচন

সিনিয়র স্টাফ রিপোর্টার :

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলার প্রথম পৌর শহর খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতার অংশ হিসেবে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই বৃহস্পতিবার মনোনয়ন পত্র গ্রহণের হিড়িক পড়ে গেছে নির্বাচন অফিসে। সকাল থেকেই খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন অফিসে সম্ভাব্য প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে খাগড়াছড়ি পৌরসভায় দুই মেয়র প্রার্থীসহ ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সম্ভাব্য প্রার্থীরা।

খাগড়াছড়ি পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যকে সামনে রেখে দীপায়ন চাকমা ও্ অ্যাডভোকেট সমারী চাকমা মেয়র প্রার্থী হিসেবে সকালের দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদিকে কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসান।

এদিকে পাহাড়ী জেলা খাগড়াছড়ির নির্বাচন উপযোগী খাগড়াছড়ি পৌরসভা ও মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে অনেক আগে থেকেই নির্বাচনী মাঠে-ময়দানে প্রকাশ্যে-অপ্রকাশ্যে দুই প্রভাবশালী রাজনৈতিক দলের অনেক নেতার সরব উপস্থিতি দেখা গেলেও মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে তাদের কেউই মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন