Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

খাগড়াছড়ির আলুটিলায় পাঁচ শতাধিক হত-দরিদ্র পাহাড়িদের মাঝে নিরাপত্তাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলার পুনর্বাসন এলাকায় পাঁচ শতাধিক অসহায় ও হত-দরিদ্র পাহাড়িদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নিরাপত্তাবাহিনী।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ির নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দুর্গম পাহাড়ি এলাকায় প্রত্যেক বাড়ি-বাড়ি গিয়ে এ শীত বস্ত্র বিতরণ করেন। শীত আসার পূর্ব মূহুর্তে কম্বল পেয়ে খুশি এ এলাকার হত-দরিদ্র ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। তারা নিরাপত্তাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল জিএম সোহাগ, খাড়গাছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাজমুস সালেহীন সৌরভ, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম ও মাটিরাঙা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন