Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

খাগড়াছড়িতে ১৯৬.১৩ শতাংশ ভোট পড়েছে একটি কেন্দ্রে

ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার বেলছড়ি ইউনিয়নে ঘটেছে এই ঘটনা! চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে বেলছড়িতে ১৯৬ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছে! মাঠ পর্যায় থেকৈ নির্বাচন কমিশনে (ইসি) আসা প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

ইসির হিসাব অনুযায়ী, ওই ইউনিয়নের মোট ভোটার ৩ হাজার ১২৮। কিন্ত সেখানে দেখানো হয়েছে ৬ হাজার ৩৯ অবৈধ (বাতিল) ৯৬ ভোটসহ মোট ভোট পড়েছে ৬ হাজার ১৩৫টি। যা মোট ভোটারের ১৯৬ ভাগে।

অন্যমিডিয়া

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, এটা কীভাবে হলো, আমারও বিশ্বাস হচ্ছে না। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখতে হবে। তাছাড়া কোনো ইউনিয়নে দ্বিগুন ব্যালট পেপার যাওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার শাহ আলম জানান, ওই ইউনিয়নে কতজন ভোটার আছে তা এই মুহূর্তে আমার মনে নেই। কত ভাগ ভোট পড়েছে সেটাও সঠিকভাবে বলতে পারছি না। দেখে বলতে হবে।

এদিকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউপির ভোটার সংখ্যা ১৯ হাজার ৩১০। এই ইউনিয়নে মোট ভোট পড়েছে ২০ হাজার ৬৯৪টি। যা মোট ভোটারের ১০৭ দশমিক ১৭ ভাগ।

এছাড়া খাগড়াছড়ি মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নে ভোট পড়েছে ৯৮ দশমিক ৫৭ ভাগ। চাপাই নবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ৯০ ভাগ এবং নীলফামারী ডিমলার পশ্চিমছাতনাই ইউনিয়নে ৯২ ভাগ ভোট পড়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে ভোট পড়েছে ৯৩ ভাগ। রাজশাহীর জেলার তানোড় উপজেলার চান্দুড়িয়া ও সরনজাই, এই দুটি ইউনিয়নেই ভোট পড়েছে ৯০ ভাগ। একই উপজেলার তালন্দ ইউনিয়নে ভোট পড়েছে ৯১ ভাগ।

সূত্র: পরিবর্তন ডটকম

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন