খাগড়াছড়িতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে তিন শতাধিক হতদরিদ্রের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। জেলা সদরের ভাইবোনছড়া এলাকার সুধন্যকারবারী পাড়ায় ভাইবোনছড়া সাবজোন এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ জুন ২০১৮) পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা চিকিৎসা সেবা নিতে অংশগ্রহণ করেন। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ভাইবোনছড়া সাবজোন কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল আহমেদ ।

এ সময় স্থানীয় শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন সেনা কর্তৃপক্ষ। সাবজোন কমান্ডার বলেন, এ ধরনের মেডিক্যাল ক্যাম্পেইন খাগড়াছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও পরিচালিত হবে।

এ সেবা এবং সহাযোগিতা পেয়ে স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন