খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইন বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল খালেক।

দিনব্যাপী এ সেমিনারে সাইবার অপরাধ, অপরাধের বিভিন্ন কারণ, সাইবার অপরাধ রোধ বিষয়ক আইন ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনার কলি, যুগ্ন-জেলা জজ আবদুল্লাহ আল-মামুন, তথ্য ও প্রযুক্তি বিভাগের পরিচালক তানভির হাসান ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন