খাগড়াছড়িতে সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নিপিড়ন-নির্যাতন, গুম-খুন ও লুটপাটের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৫এপ্রিল) সকালে ইউপিডিএফ সমর্থিত “গণতান্ত্রিক যুব ফোরামের” ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত র‌্যালি উত্তর সমাবেশে নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।

গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি লালন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা সচিব চাকমা।

এসময় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তপন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী দ্বিতীয় চাকমা।

পরে সমাবেশ শেষে একটি র‌্যালী বের হলে পুলিশ চেঙ্গী স্কোয়ারে তা আটকে দেয় বলেও জানান ফোরামের নেতৃবৃন্দ।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন