খাগড়াছড়িতে ‘সনাক’এর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০১৮ উদযাপিত হয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) সকালে শহরের শাপলা চত্বরে “টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে একসাথে”  স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. আহমার-উজ-জামান, দুদকের সহ-পরিচালক মো. সৈয়দ নজরুর ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, দুপ্রক সভাপতি সুদর্শন দত্ত, সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, টিআইবি প্রতিনিধি সহ সনাক, স্বজন, ইয়েস সদস্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে পৌর মেয়র, পুলিশ সুপার ও জেলা প্রশাসক স্ব-স্ব প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন।

মানববন্ধন শেষে ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে “দুর্নীতি থামান,  এখনই”  স্লোগান সম্বলিত স্টিকার ক্যাম্পেইন- এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক।

মানববন্ধন পরবর্তী একটি র‌্যালি শেষে দিবসের তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগন দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা, রাজনৈতিক অঙ্গীকার এর উপর গুরুত্বারোপ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন