খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট নির্বাচনে চমক দেখালেন জসিম ও শানে আলম

khagrachari-rcu-news-pic-copy

নিজস্ব প্রতিবেদক:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজের সহাকারী অধ্যাপক এম. রাশেদুল হক এ ফলাফল ঘোষনা করেন।

ভাইস চেয়ারম্যান পদে জিটিভি’র খাগড়াছড়ি প্রতিনিধি এ্যাড. মো: জসিম উদ্দিন মজুমদার ৩১৪ ভোট পেয়ে খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান ও দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা-কে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।  চৌধুরী আতাউর রহমান রানা পেয়েছেন ২৬৭ ভোট।

অন্যদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাধারন সম্পাদক পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শানে আলম (প্রাপ্ত ভোট-৪১৪)। একই পদে নিকটতম প্রতিদ্বন্ধি সাংবাদিক মো: আজিম-উল-হক পেয়েছেন ১৬৮ ভোট।

ভোটারদের সমর্থন নিয়ে কার্যনির্বাহী সদস্যের পাঁচ পদে নির্বাচিত হয়েছেন মো: জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট-৩৪৩), ক্যাজরী মারমা (প্রাপ্ত ভোট-৩২১), ধীমান খীসা (প্রাপ্ত ভোট-৩১৫), খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া (প্রাপ্ত ভোট-২৯২) ও মো: ইসমাইল হোসেন (প্রাপ্ত ভোট-২৬১)।

খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে ১১জন প্রতিদ্বন্ধিতা করছেন। খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ৭‘শ ৭৭জন ভোটারের মধ্যে ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৫ ভোট, সাধারন সম্পাদক পদে ৪ ভোট ও কার্যনির্বাহী সদস্য পদে ২৪ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য মো: দুলাল হোসেন।

ফলাফল ঘোষনার পর সহকর্মী সাংবাদিকরা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী জিটিভি’র খাগড়াছড়ি প্রতিনিধি এ্যাড. মো: জসিম উদ্দিন মজুমদার-কে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সহকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত জসিম উদ্দিন মজুমদার ভোটারসহ জেলার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন