খাগড়াছড়িতে মারমা সম্প্রাদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে মারমা সম্প্রাদায়ের সঙ্গে মতবিনিময় করেছে জেলা বিএনপি। শনিবার (৯ জুন) বিকেল ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্থান থেকে মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি কংচাইরী মাষ্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপদেষ্টা মংসি মারমা, গুইমারা উপজেলার চাইলাপ্রু মারমা, মিপ্রু মারমা, মানিকছড়ি উপজেলার আপ্রুসি মেম্বার, পানছড়ি উপজেলার সোইলা মারমা, রামগড় উপজেলার অংসুইপ্রু মারমা, মহালছড়ি উপজেলার রিপ্রু মারমা, লক্ষ্মীছড়ি উপজেলার পাইসাউ মারমা ও উত্তম মারমা প্রমুখ।

বক্তারা বিগত সময়ে খাগড়াছড়ি জেলায় বিএনপির উন্নয়ন সম্পর্কে তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সকল সম্প্রদায়ের উন্নয়ন সমভাবে হয়। তাই বিগত সময়ের ন্যায় বিএনপির পাশে থেকে বর্তমান সরকার পতন আন্দোলন সহ সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার অঙ্গীকার করেন মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

এসময়, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আব্দুর রব রাজা, ক্ষণিরঞ্জন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন