খাগড়াছড়িতে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে জেলার প্রতিটি উপজেলায় একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়।

শনিবার (১৪ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তিনি এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব আব্দুল মান্নান ও জেলা সিভিল সার্জন ডাক্তার শাহ আলম এবং জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক চাহেল তস্তরী’সহ জেলা স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে, ১ম রাউন্ডে খাগড়াছড়িতে স্থায়ী ও অস্থায়ী ৯৯০টি পয়েন্টে ৯৫ হাজার ৫শ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ১শ ৮৩ জন শিশুকে নীল ‘রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বছর বয়সী ৮৩ হাজার ৪শ ২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন