খাগড়াছড়িতে বিজিবি’র দক্ষিণ-পূর্ব রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Capture copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে এবং ৩২ বর্ডার গার্ড বাংলাদেশের ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দক্ষিণ-পূর্ব রিজিয়নের আওতাধীন ২০টি ব্যাটালিয়নের মোট ১৬০জন ফায়ারার অংশ নেয়। এতে ৯৪ পয়েন্ট পেয়ে ২২ বর্ডার গার্ড বরকল ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন ও ৮৭ পয়েন্ট পেয়ে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খাগড়াছড়ি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ১৫ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে নির্বাচিত হয়েছে ২২ বর্ডার গার্ড বাংলাদেশেরর সিপাহী মো. মেহেদী হাসান।

বৃহস্পতিবার সকালে ৩২ বর্ডার গার্ড বাংলাদেশেরর ফায়ারিং রেঞ্জে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং শ্রেষ্ঠ ফায়ারারের হাতে ট্রফি তুলে দেন বিজিবি’র দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম, পিএসসি।

এসময় বিজিবি’র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো. মতিউর রহমান, ৩২ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্ণেল হাসানুজ্জামান চৌধুরী ও উপ-অধিনায়ক মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাওছার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন