খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের রজতজয়ন্তী

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের রজতজয়ন্তী উৎসব। শনিবার(৩০ ডিসেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. লক্ষ্মী ধন ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রজতজয়ন্তী উৎসব উপলক্ষে পৌর টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরা করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াপুর মাঠে গিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন শোভাযাত্রাকারীরা।

বক্তারা, পার্বত্য চট্টগ্রামসহ অবিভক্ত বাংলায় ত্রিপুরা জাতিগোষ্ঠীর গৌরবময় ইতিহাস তুলে ধরেন। জাতিগোষ্ঠীর অস্তিত্ব ধরে রাখতে শিক্ষার বিকল্প নাই বলে উল্লেখ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

১৯৯২ সালের আজকের এইদিনে ত্রিপুরা শিক্ষার্থীরা ঐক্য, শিক্ষা, প্রগতি শ্লোগানে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম গঠন করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন